মুক্তি দিলে আকাশ হতে পারি ।
মুক্তি দিলে ভাসিয়ে দেব তরী ।।
মুক্তি দিলে হব কলের গান ।
মুক্তি দিলে ভুলব অভিমান ।।
মুক্তি দিলে পরাগ দেব ফুলে ।
মুক্তি দিলে মালা হব ঐ চুলে ।।
মুক্তি দিলে রোদের সাথী হব ।
মুক্তি দিলে মনের কথা কব ।।
মুক্তি দিলে বরফ গলে জল ।
মুক্তি দিলে পাবেই পাবে ফল ।।
মুক্তি দিলে ভাসিয়ে দেব ঘর ।
মুক্তি দিলে কেউ রবে না পর ।।
মুক্তি শুধু মুক্তি এবার দাও ।
সঙ্গী হব সঙ্গে তোমার নাও ।।
রবে না তো খাঁচায় ভরা প্রাণ ।
মুক্ত মন করবে মুক্তিস্নান ।।