ভুল করে বলেছিলে ভুলে যাও তুমি
দাগ কেটে গিয়েছিল হৃদয়ের ভূমি।
ছিলো না কিছুই করার
এই জীবন্ত মরার,
উল্টেপাল্টে দিয়েছিল জীবনের ঊর্মি।
অতীতের দিনে রাতে হাত ছিলো হাতে
চলে গেলে কেন জানি কোন অজুহাতে।
বুঝি সময়ের ভূল
করা হয়েছে প্রতুল,
ভুলের মাশুল দিতে হলো অনুপাতে।
জীবন চলার পথে নানান নিদানে
ভুল ত্রুটি হয়, কথা আদান-প্রদানে
বাঁকা চোখে দেখা হয়
ইঙ্গিত সহজ নয়
দ্বিধা ধন্দ বাসা বাঁধে ভুল অনুমানে।
সাজানো জীবন, যারে খেয়ালের বশে
ওলটপালট হলো কয়েক নিমেষে।
ভুল করে ভুল হলো
যার যার পথে চলো
তাতে ক্ষতিগ্রস্ত হতে হলো অবশেষে।