চলমান ডিঙ্গি নায়ে ঝিরিঝিরি ঠাণ্ডা বায়ে
ঝাঁক বাঁধা মুগ্ধতা জড়ানো
মাখা মাখা রৌদ্র ছায়া বিবশ মনের কায়া
কুলুকুলু তরঙ্গ ছড়ানো।
হরিণডাঙার কাছে দিগন্ত জড়িয়ে আছে
মেঘমালার মিলন লাজে
তপ্ত দুপুর বেলায় মেঘের অবহেলায়
তনু মনে বিচলন সাজে।
সাথী হারা পটভূমি স্নিগ্ধ দৃশ্যপট চুমি
প্রণোদিত প্রকৃতি চঞ্চল
মধু প্লাবনে প্রকৃতি এমনই ঋদ্ধ সংস্কৃতি
শান্ত পল্লী বাংলার অঞ্চল।
ভুল করে ভুলো মন আনমনা উচাটন
ভুল হয় কোথায় কখন
পড়ন্ত সাঁঝের বেলা আলো-আঁধারির খেলা
দিগন্তের মৈথুনে তখন।
আঁধারের আলিঙ্গনে উন্মুক্ত ব্যগ্র গগনে
পত্র পল্লব হলো উন্মন
সৃষ্টি বৈচিত্র্যের সনে দিবা নিশির ঘূর্ণনে
অনুপম অপূর্ব সৃজন।