তোমাকে স্মরিয়া প্রশান্তি মরিয়া
অন্তিম মুহূর্তে চাই
পাপের আড়ালে মরণের কালে
তোমাকেই যেন পাই।
আমার মরণে থাকিও স্মরণে
শেষ নিঃশ্বাসের কালে
ভুলের মাশুল দিয়েছি প্রতুল
কুকর্মের বেড়াজালে।

বিচলিত মন যখন তখন
খেয়ালী অসত্যে ধায়
প্রভু দয়াময় রাখিও আমায়
দৃঢ় সত্য প্রতিষ্ঠায়।
তোমার দয়ায় উদ্বেগ সংশয়
সমূলে বিনষ্ট হয়
অন্তর দৃষ্টিতে তোমার সৃষ্টিতে
তুমি বিনা কিছু নয়।

আপন অন্তরে বাহিরে ভিতরে
তোমাতে নিবদ্ধ রাখি
প্রতিটি মুহূর্তে সমগ্র আবর্তে
তোমাতে সন্তুষ্ট থাকি।
সমগ্র সৃষ্টিতে নিবদ্ধ দৃষ্টিতে
তব গুণগান গায়
যতটুকু পারি গুণগান করি
কাঙ্গালেরা অসহায়।

ক্ষমা করে দাও প্রভু দয়াময়
প্রিয় প্রভু কৃপাময়
তুমি সীমাহীন দয়া ও অসীম
কাঙালেরা ক্ষমা চায়।
ঢাল তলোয়ার তুমি ই আমার
রেখো অন্তিম ক্ষমায়
ক্ষমার আশ্বাসে অন্তিম নিঃশ্বাসে
ভরসা শুধু তোমায়।