[রম্য কবিতা]
গিন্নি গেলে রেগে তার অগ্নি ঝরে চোখে
সিন্নি দিয়ে দেই ভাই কে-বা তারে রোখে।
বঁটি ছুরি কিছু যদি থাকে আশেপাশে
বাটি ঘটি মারে ছুড়ে যারে ভালোবাসে।
যায় যদি উঠে কভু গিন্নির মেজাজ
পায় সবে বসে দূরে তারি আওয়াজ।
চলায় কখনো বুঝি ঝড়ের আভাস
বলায় মুখর নয় সুখের আবাস।
কাছে ধারে থাকে যারা দূরে সরে যায়
আছে জোর ঝগড়ার ভীষণ গলায়।
রূপসী গিন্নি আমার সাথি হয়ে আছে
প্রেয়সী হয় যখন আমি নাই কাছে।
ঘুরিয়ে পেঁচিয়ে কতো নিয়ে নেয় খোঁজ
ফিরিয়ে দেন না তিনি আবদার রোজ।
~~~~~~~~~~