আকুল হৃদয় মোর ত্রস্ত তাঁরি আশে
ভুলিতে চাহি না তাঁরে পলক নিমেষে।
স্বপ্নিল মধুর এই স্বর্গীয় আবেশে
অন্তর মম পুষ্পিত তাঁরে ভালোবেসে।
হৃদয়ের নিকেতনে অমোঘ দেবতা
পরাণ স্পন্দনে তুমি জীবন বহতা।
নিরবধি দিপ্তিময় শুভ্র তব জ্যোতি
উজ্জ্বল করে জ্বেলেছো অন্তরের বাতি।
শুদ্ধ আসক্ত প্রাণের ভালোবাসা তরে
অমোঘ অনমনীয় প্রেমের অন্তরে।
নির্দ্বিধায় সমর্পিত কাঙাল হৃদয়
গ্রহণ করিয়া করো আশ্বস্ত আমায়।
ঝিলিক দেওয়া প্রাণে সহ্য নাহি হয়
কৃপা অনুগ্রহে ধন্য এ ভুবনময়।
তোমাতেই শান্তি স্বস্তি তৃপ্তি, দয়াময়
তোমার স্মরণে রেখো চরণে আমায়।
#reza ০৩/০৪-২০১৯