মনের ভেলায় ভেসে
ভুবন মেলায় হেসে
দিনগুলো পার হয়ে যায়
জীবনের দিন গুনে
উপবনে ডাক শুনে
সারাদিন ভীষণ ভাবায়।
হাটি হাটি পা পা করে
হেঁটেছি অনেক দূরে
নিজেকে দেখিনি অবসরে
ভালোবেসে গেছি যত
আঘাত পেয়েছি তত
ভুলে গেছি সব অকাতরে।
চোখ যায় উড়ে উড়ে
সুদূরের মেঘ ফুঁড়ে
গগনের দূর নীলিমায়
চাঁদ সুরুজের বাড়ি
ডুব দেয় তাড়াতাড়ি
ঘনায় রাতের কালিমায়।
আকাশের গায়ে ভেসে
তারাগুলো হেসে হেসে
প্রেরণা দীপিকা জ্বালায়
মাটির মমতা মেখে
মিটি মিটি তারা দেখে
সুখ খুঁজি বসে নিরালায়।
মেঘেদের হাত ধরে
জল কনা যায় দূরে
ভেজায় শুষ্ক মরু প্রান্তর
খরতাপে অসহায়
জল পেয়ে ভরে যায়
বনানীর অতৃপ্ত অন্তর।
প্রকৃতির হাত ধরে
প্রকৃতিতে ভর করে
চলমান দিন গড়ে তুলি
নিয়মের বেড়াজালে
নিসর্গে হৃদয় মেলে
মনের কালিমা সব ভুলি।