ফুটন্ত ফুল ঝরানো মুকুল
মৌতাত মন ছুঁয়ে
বাসন্তী বায় পোড়া মন ধায়
সুবাসে সিক্ত নুয়ে।
ধরনীর বুকে থাকে কত সুখে
শুভ্র বৈতরণী
অল্প সময়ে বসন্ত এসে
তৃপ্ত থাকে ধরনী।
গরমের তাপ ভারি অভিশাপ
সহ্য করাটা কষ্ট
ছারখার করে গাছপালা মরে
পরিশ্রম নষ্ট।
বরষার ভুল ভাসায় দুকুল
স্যাঁতসেঁতে প্রান্তর
ভুল মনে হয় উপকার পায়
ভেষজের অন্তর।
ঝিরঝিরি মেঘ কোমল আবেগ
এলোমেলো কুন্তল
সাদা কাশফুল হৃদয় ব্যাকুল
অস্থির চঞ্চল।
শিশিরের ছোঁয়া কুয়াশার ধোঁয়া
হীম হীম দিনরাত
নবান্নে রেশ পিঠা পুলি বেশ
মায়াবতী মধুরাত।
হাঁটি হাঁটি পায় দিন চলে যায়
মনের মাঝে হসন্ত
শীত হয়ে শেষ করে প্রবেশ
অপেক্ষার বসন্ত।
…………………………