দেখি যারে বসে বসে দেখি হেসে হেসে
দেখি তারে মন ভরে দেখি ভালোবেসে।
আজ যার কাছে আছি আছে কাছাকাছি
আঘাত দেই না যেন কভু মিছেমিছি।
ঘুরেফিরে দেখে রাখি মিলেমিশে থাকি
অকারণে কেন তারে করি ডাকাডাকি।
পাশাপাশি রেখে তাকে ভালোবেসে ডেকে
ভালোবাসা দেই তাকে দেই মন থেকে।
ভালো যেন হই মোরা ভালোভাবে রই
অপরের প্রয়োজনে অনুদার নই।
রাগারাগি নয় তবু ভুল যদি হয়
দয়া করে রেখে দিও তোমার ক্ষমায়।
কাছে যদি আসে তবে কাছে টেনে নেই
কাছাকাছি রেখে তাকে ভালোবাসা দেই
ভুল করে ভুল হলে ভুল সেটা নয়
ভুলের মাশুল তবু দিয়ে যেতে হয়।
#reza ৫/৫-২০২১