এই   বিশ্ব   চরাচরে   অবনত   শিরে
     ডাকছে তোমারে সবে প্রতিটি প্রহরে।
            অকুণ্ঠ  চিত্তে  হৃদয়  ভরে  অকাতরে
                  চেয়ে  রই  অহর্নিশি   তৃষিত  অন্তরে।

প্রার্থনায়  করি  শুধু  নৈকট্যের  আশা
     কৃপা  দয়া  করুণায়  পেতে চাই দিশা।
            নতজানু  হয়ে আর্জি করোনা নিরাশা
                  প্রজ্বলিত  অভিলাষ  শুধু ভালোবাসা।

ব্যয়িত  জীবনে  ভ্রান্ত  ভ্রষ্টাচারী  কর্মে
     লিপ্ত, পাপী  নরাধম। সাজিয়াছি  বর্মে
            হেন  সমাজের  শ্রেষ্ঠ অলংকার ধর্মে।
                  অপকর্ম  দৃষ্টিপাতে  নেয়ে  উঠি ঘর্মে।

কলুষিত   অন্তরের   একান্ত   কামনা
     প্রতিহত  করো  মোর  উদ্দীপ্ত  রসনা।
            অবিচ্ছিন্ন   সান্নিধ্যের  অখণ্ড  বাসনা
                  দয়া করে করো প্রভু তোমার আপনা।

    #reza. ১২/০৪-২০১৯