চুল নিয়ে চুলোচুলি হলো কতবার
চাল চুলো ছাড়া আছে চুলের বাহার
নিজের গরিমা কত
বড়লোকি চাল শত,
মুরোদ হয়নি তার করে রোজগার।
বেকার জীবন তাই বসে বসে খায়
কটু কথা শুনে বেশ মনে ব্যথা পায়
লেখাপড়া ছিল ভাল
বড় বড় পাশ দিল,
চেষ্টার কমতি নেই হয়নি উপায়।
ঠাটবাট যা-ই থাক সুলভ স্বভাব
সারাদিন ঘুরাঘুরি কাজের অভাব
চাহিদা সীমিত তবু
চলাফেরা বাবু বাবু,
বেকারত্বের কিছুটা পড়েছে ছাপ।
চুলে সাজ দিয়ে তাই মন রাখে ভালো
চুলোচুলি হলে পরে মন হয় কালো
এই সব অত্যাচার
মেনে নিতে হয় তার,
নাচার সময় তার বড় অগোছালো।
জীবনের প্রয়োজনে কাজ দরকার
ঘুচে যাবে তবে তার সব অন্ধকার
সাগর মন্থন নয়
পরাভব দূর হয়,
বেকার গলায় ঝুলে কর্ম অলংকার।
#reza ৩/৩-২০২১ সুইডেন