মন ছুঁয়ে যাও মনে.....এমন মধুর ক্ষণে,
      চটুকে জ্যোৎস্না রাতি
            জ্বলছে জোনাক বাতি
                  বাঁশ বাগানের কোনে।

তোমার মধুর বুলি.....হৃদয়ের চোরাগলি,
      লক্ষ তারার মেলায়
            আলো-আঁধারি খেলায়
                  কেমনে তোমায় বলি।

সুখ তারাটি যেমন.....জ্বলবে মনে তেমন,
       গলতি শুধরে নিয়ে
             প্রেমের পীযুষ পিয়ে
                   হয়ো আমার আপন।

    #reza ২১/৫-২০২১