সোনালী ধানের দেশে আঁচল ছোঁয়া মায়ের রেশ
পিদিম জ্বালা দিনেশ আমার সোনার বাংলাদেশ।
পাল তুলে মৃদু বায় খুশি মনে হেসে ভেসে যায়
পসরা সাজিয়ে নায় হেলে দুলে নিজ ভঙ্গিমায়।
জীবনের আঙিনায় গরিবি দেহাতি ভাবনায়
সহজ সরলতায় জড়ানো ছড়ানো দেশটায়।
এসেছি ভেসেছি দেশে রঞ্জনে রাঙিয়ে ভালোবেসে
সোনালী দিগন্তে ভেসে ফসলের প্রাঞ্জল আবেশে।
সুখের স্বপন দেখে গোধূলি আবির যায় মেখে
ডাহুকেরা যায় ডেকে মন উথলায় থেকে থেকে।
মাটি ছোঁয়া মায়াবিনী বুকের ভেতর থেকে চিনি
ধন গর্বে গরবিনী মায়া প্রভাবিত ঝিমকিনি।
হরেক রকম পেশা মিলবে দেখা হর হামেশা
ভুলতে মাতাল নেশা দেশের প্রবাহে মেলামেশা।
দেশে ঘুরে কিছুক্ষণ ছুঁয়ে যায় নুয়ে যায় দেহ মন
মায়া ভরা আবরণ প্রীতি সৌহার্দ্যের বাতাবরণ।