কোথা সুখ কোনখানে খুঁজে ফিরি সবখানে
বেঁধে রাখা যায় না জীবনে
শান্তির আশায় খুঁজি মত্ত মনে সুখ বুঝি
খুঁজে বুঝে পায় না ভুবনে।
ধরা দেয় না এখানে শিথানে সুখ সন্ধানে
ছোটাছুটি মরীচিকা পানে
জানি অন্যের কল্যাণে লুকিয়ে আছে সেখানে
জড়িয়ে ছড়িয়ে থাকা মনে।
অবসাদে শ্রান্ত পায় অসহায় ঘুরি হায়
সুখের সন্ধান জানা নাই
ক্লিষ্ট খিন্ন ভাবনায় মুখ খোলা নাহি যায়
অপরের ভালো নাহি চাই।
জল্পনা-কল্পনা শত করে যাই অবিরত
কিছুক্ষণ শান্তির আশায়
হিতে বিপরীত হয় অশান্তি জায়গা নেয়
ব্যক্ত করা যায় না ভাষায়।