সকল প্রার্থনা মম তোমারি সকাশে
সন্নিহিত সন্নিধানে নিরত বিকাশে
নিবিষ্ট আসক্ত প্রাণ আচ্ছন্ন তল্লাশে
প্রাণের বিভাসে দ্বীপ্ত এমনি আভাসে।
নিমগ্ন মোহিত চিত্তে সমর্পণ করি
নির্বিশেষ স্তুতি শত সম্পূর্ণ তোমারি
শিয়রে স্থান তোমার সদা সর্বোপরি
শংসন আরাধনায় মত্ত বিভাবরী।
নির্ধন দীন গরিব তোমাতে সর্বস্ব
কর্তব্য কর্মে শৈথিল্য বিপর্যস্ত নিঃস্ব
জগত ভুবনে কিছু নহেতো নিজস্ব
আরাধনায় নিরত সমুদয় বিশ্ব।
মনস্বী তপস্বী শত ব্যস্ত অবিরত
প্রেমময় সুধা পানে সুস্থির প্রশান্ত
অভ্রান্ত প্রয়াসে আবাহন অবিশ্রান্ত
সর্বেসর্বা সৃষ্টিকর্তা অসীম অনন্ত।
#reza ২৪/৪-২০২০