দেখে যাই তারে কত দেখোনা আমায়
ব্যাকুলতা ভরা মনে শুধুই ভাবায়।
অধীর আকুল হয়ে ভেবেছি তোমায়
দখল নিয়েছ তুমি মনের কোনায়।
ঘুরেফিরে কাছে যাই অনেক আশায়
কথা কিছু আসে না তো মুখের ভাষায়।
মনের ভিতরে যেন কেমন কাঁদায়
কত শত দ্বিধা ধন্ধ ব্যাঘাত বাধায়।
ঘুরে যদি দেখে নাও এই অপেক্ষায়
ঘুর ঘুর করি শুধু সেই দিকটায়।
চোখের আড়াল হয়ে থাকো মনে জেগে
ভেসে উঠো মন মাঝে ঝড়েরই বেগে।
মন শুধু মনটাকে ছুঁয়ে যেতে চায়
প্রেমময় অনুভূতি দোলা দিয়ে যায়।
দোল খেয়ে মন মাঝে চায় সাথী পাশে
আঁকুপাঁকু প্রাণ থাকে শুধু তারি আশে।
উৎসুক হয়ে যদিও ফিরে দেখো কভু
অপেক্ষায় আছে প্রাণ জানে শুধু বিভু।
বুঝাতে পারিনি মম মনের চাওয়া
ছটফট মন মাঝে তোমায় পাওয়া।