মানবতার ভীড়ে মন যায় দুমড়ে
দেখি শত অনাচার
মানুষ মানুষকে পণ্য বানিয়ে নিয়ে
করে যায় অবিচার।
মধ্যবিত্তের ঘরে পীড়ন অকাতরে
ওষ্ঠাগত প্রাণ যার
সকল কর্মকান্ডে অবদান প্রকাণ্ড
অস্তগামী দিন তার।
মধ্যবিত্তের দান চারিদিকেই ম্লান
স্বীকার করে না কেহ
নিগ্রহের শিকার পায় না অঙ্গীকার
জর্জরিত তার দেহ।
বৈভবের যোগানে সহযোগিতা দানে
হাজার প্রমাণ মিলে
মানবতার পানে দেখিনি ধনী জনে
এগিয়েছে খোলা দিলে।
নিরলস খাটুনি তবুও টানাটানি
দেখা নেই সুদিনের
শিথিল ক্লান্ত দেহ কভু বুঝে না কেহ
অক্ষমতা শরীরের।
সংসার শুধু চায় কোথা থেকে যোগায়
সীমিত যার কামাই
ন্যায়ের পথে থাকে মানবতার ডাকে
সাড়া দিয়ে কেহ নাই।