কালান্তরে এসে নতুন আভাসে মুগ্ধতায় ভরে আঁখি
যুগ যুগ ধরে প্রতিটি আবর্তে ঐতিহ্য দিয়েছ রাখি,
তৃপ্তিতে ভরে যায় মন
সমতা রেখেছে সারাক্ষণ,
সামঞ্জস্য সংগতি শান্তি-শৃঙ্খলিত নিয়মে চলা দেখি।
পুণ্য তিথির সন্ধিক্ষণে অপেক্ষমাণ সারথি
বয়ে নিয়ে যাক হৃদয় ভরাক পেরিয়ে বনবীথি,
হৃদয়ের কলুষিতা ভুলে
শান্তির দরিয়ার কুলে,
নন্দিত হৃদয়ে আনন্দ জড়িয়ে প্রকৃতির অতিথি।
বাংলার প্রকৃতিতে ক্রমান্বয়ে মৌসুম ভেসে আসে
কালের আবর্তে ঘুরপাক খায় সুন্দর প্রকাশে,
দেখা দেয় বার বার ঘুরে
আপনার সুললিত সুরে,
সুর পাল্টায় ষষ্ঠ বার প্রতি বছরের অবকাশে।