ঘূর্ণিপাকে ভেঙে গেল জীবন নায়ের হাল
আকাশ পানে মেঘের সনে ঘুরি কতকাল,
ডুব সাঁতারে গভীর জলে দেখি
সাধের বাগান পুরোটাই মেকি,
আলাপ পেলে দুচোখ মেলে দেখি কত তাল।
বড়াই করে কড়াই নেড়ে শব্দ করে যায়
সবাই থাকে গুরুর ডাকে আগে পিছে ধায়,
আঁখি মেলে দেখার কি দরকার
ছুঃমন্তরে সব হয় একাকার,
অট্টহাসির রোল উঠেছে ভাঙা সেই নায়।
কষ্ট হাজার দেখি বাজার এখন ভাবনা
দখল করে নায়ের পরে ভবের তাড়না,
তাল মিলিয়ে চলতে পারা দায়
ভক্ত সহ কর্তা আছে নায়,
হয়ে কানাই পায় সবাই অশেষ প্রেরণা।