হৃদয়ের এ নৈবেদ্য
অনুপম অনবদ্য
হয়ে আছো অচ্ছেদ্য
বন্ধনে হলে দুর্ভেদ্য।
হৃদয়ের দ্বার খুলে
হৃদয়টা ছুঁয়ে দিলে
কেন যে হৃদয় নিলে
জানিনা কোথায় ছিলে।
হৃদয়ের হাহুতাশ
ঘুরে দেখি আশপাশ
পাই নাই অবকাশ
রয়ে গেলে অপ্রকাশ।
অহরহ নয়া সাজে
সকল কাজের মাঝে
খুঁজে ফিরি ভীত লাজে
প্রতিটি দিনের কাজে।
নিজেকে উজাড় করে
বিলিয়েছ অকাতরে
জীবনের অবসরে
এই জগত সংসারে।
হৃদয়ের মালা দিয়ে
হৃদয় সাজিয়ে নিয়ে
কমনীয় সুধা পিয়ে
নন্দিত দুটি হৃদয়ে।