আমরা কিশোর আমরা বল
সত্য সুন্দর ন্যায়ের দল।
আমরা যখন উঠবো তেড়ে
অন্যায় পালাবে এদেশ ছেড়ে।
আমরা সবাই দেশের বল
সঠিক পথেই এগিয়ে চল।
যতই দেখাও ক্ষমতা তুমি
সবাই এখন ন্যায়ের ঊর্মি।
ডাক দিয়েছে শিশু কিশোর
ভাঙবে ওরা বাঁধার ডোর।
তারুণ্য দীপ্ত ওদের জোর
শুচি শুভ্র তীব্র কঠোর।
জাগিয়ে নিয়ে নতুন প্রভা
ছড়িয়ে দিয়ে সত্য আভা।
ওদের আছে সেই প্রতিভা
বিচ্ছুরিত ন্যায়ের লাভা।
ঐক্যে ওরা সবাই অটল
শৌর্যে বীর্যে স্থির অবিচল।
আগত দিনের ঝান্ডা হাতে
দেশের সবার শান্তি তাতে।