স্বপ্নের কাজল মাখা  সোনার দেশের
আবীর মোড়কে ঘেরা সোনালী রোদের
ডাহুক ডাকে মুখর  বিলের পাড়ের
পলাশ ঝরানো মেঠো  পথের  ধারের
বলতে পারো এমন দেশটি কাদের?

পলাশ শিমুলে লাল  রঙিন  বলয়
খড়ের চালাতে ঢাকা সুখের আলয়
অসীম  সুখের ঘেরা নেই যেন লয়
মনের  মাধুরী  মাখা  মধুর  মলয়
পিদিম জ্বালিয়ে রাখা সুখের নিলয়।

সাঁকোর ওপারে মেঠো পথের উপর
ধুলোবালি মাখামাখি উজ্জ্বল দুপুর
বদলের  ধারা  ঝরে  টাপুর  টুপুর
শব্দের  তরঙ্গ  বাজে  ঝুপুর-ঝুপুর
খাল বিল নদী নালা জলে ভর-পুর।

হালকা দোলান দেয়া দখিনা হাওয়া
যখন  তখন সেই  নদীতে নাওয়া
কিশোর কিশোরী মাঠে করছে ধাওয়া
পাহাড়ি বিকীর্ণ বনে হারিয়ে যাওয়া
সোনার দেশেতে সব যায় যে পাওয়া।

হিজল ছায়ায় বাজে মন পোড়া বাঁশি
রেখেছি অন্তরে তারে বড় ভালোবাসি
গরিব  নির্ধন  নিঃস্ব   প্রিয় দেশবাসী
মহিমা গরিমা নিয়ে  বলি ভালোবাসি
সবুজ লালে রাঙিয়ে বাংলাদেশে আসি।

#reza ২০/৫-২০২১