শ্রদ্ধার পুষ্প অঞ্জলি ঢালি পথ চলি
বিনম্র চিত্তে স্মরণ করি আর বলি।
তোমরা কুসুম কলি
বিজয় মাল্যে বিজলী,
দেশের প্রতি প্রান্তরে গুঞ্জরিত অলি।
মুক্তিযুদ্ধ, একাত্তরে প্রেরণা মুজিব
বীর বাঙালি জাতির বলন্দ নসিব।
অদম্য অটল দৃঢ়
বিজয়ের চিত্তে গূড়,
মুক্তিযোদ্ধা বাঙালির অন্তরে রাজীব।
স্বল্পতম প্রশিক্ষণে মা মাটির যোদ্ধা
অস্ত্র হাতে তোমাদের সসম্মান শ্রদ্ধা
ছাত্র কৃষক শ্রমিক
আক্রমণে আকস্মিক,
নস্যাৎ করে দিয়েছ বিপক্ষের স্পর্ধা।
আমাদের মুক্তিযোদ্ধা বীর বাংলাদেশে
ধান বাগানের দেশে বীরত্বের শীর্ষে।
অকুতোভয় সৈনিক
দেশ মাতার প্রেমিক,
রণাঙ্গনের সূর্য সেনা মুক্তিযোদ্ধা দেশে।
(কবিতাটি আসরের প্রিয় কবি বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় মোঃ সানাউল্লাহ্ কে উৎসর্গ করলাম)