মনের গোপন নায়ে সোনা ঝরা সেই গায়ে
ঘুরে আসি কতবার
বাধা নাই ঘুরিবার,
নির্মল শীতল বায়ে।
মধুর এই আবেশে শ্যামল সবুজ দেশে
মন থেকে দেখে নেই
আদরে ভিজিয়ে দেই,
চাতক মনের রেশে।
দেখে যাই অবিরত দেশটি মনের মত
আপন করিয়া রাখি
পাখিদের ডাকাডাকি,
বিষণ্ন রহিবো কত।
পাতা পল্লবের কুঞ্জে ভেজা শিশিরের পুঞ্জে
ধোঁয়াশ আলোর মেলা
আনন্দে করিছে খেলা,
মনোহরিণী তাই গুঞ্জে।
নির্ধন জীর্ণ কুটির বাস গৃহটি মাটির
আলো আঁধারির খেলা
করে যায় সারাবেলা,
গরিব গ্রামবাসীর।
গাছ গাছালির ডালে ছোট ছোট ছেলেপিলে
করে কত কোলাহল
খেলা নিয়ে কৌতুহল,
খাল বিল আর ঝিলে।
নির্বারিত খোলা চোখে সুখ লাগে চেয়ে দেখে
পাখিদের আনাগোনা
ছোট ছোট বাসা বোনা,
সুখ স্পর্শে যায় ঢেকে।
আপন মনের নায়ে দেশের মধুর বায়ে
ভালোলাগা দোলা দেয়
শান্তি সুখময়তায়,
সোনার বাংলার গায়ে।