চৌকস প্রেম রসে তোমাতে মজিয়া
হেরিনু যাহা মম পাই না খুঁজিয়া।
তব সকাশে যাচি প্রেমময় সুধা
তৃপ্ত করো গো জনম জনমের ক্ষুধা।
অহর্নিশি রহিলাম চাহিয়া চাহিয়া
জীবন যৌবন বেলা যায় যে বহিয়া।
পার হয় নিশিদিন জাগিয়া জাগিয়া
আর কত কাল রবো প্রেমের লাগিয়া।
জঠরের জ্বালা শুধু কুরে কুরে খায়
প্রেমেরই প্রার্থনা করো গো উপায়।
তোমাতেই মজি ভয় ডর সব ত্যাগি
তৃপ্ত কর মম আসক্তি তুষ্টির লাগি।
তপোবনে প্রতীক্ষিত প্রকম্পিত লাজে
প্রেমাস্বাদনে হৃষ্ট হই প্রেমময় সাজে।
অভীষ্ট প্রবৃত্তির আশা অনন্ত বাসর
কৃপা ভরে প্রার্থনা হবো তোমার দোসর।
#reza ০২/০৪-২০১৯