আমরা কিশোর দল
সংকল্পে সদা অটল
আমরা সত্যি আসল
শক্ত সবল প্রবল।
সদা সজীব চঞ্চল
আমরা দেশের বল
ঐক্যে আমরা অতল
দেশ অনন্য সম্বল।
দুরন্ত কিশোর দল
ভাঙবো বাঁধা আগল
নিত্য রই অবিচল
দীপ্তিতে মোরা উজ্জল।
আয় সব কিশোরেরা
গড়বো দেশটি মোরা
আয়রে কোথায় তোরা
তেজস্বী উদ্যমী মোরা।
নিশান উড়িয়ে আয়
তারুণ্য সৎ ভাবনায়
আমরা করবো জয়
অন্যায়ে করি না ভয়।
করবো শত্রু নিঃশেষ
শক্তি প্রতাপ অশেষ
গর্ব আমাদের দেশ
হৃদয়ে সোনার দেশ।