শেখ মুজিব সম্পূর্ণ সজীব বাঙালির মনে
বরণ করি স্মরণ করি বিনম্র শ্রদ্ধার সনে।
রক্ত দিয়েছি আরো দেব
দেশকে মুক্ত করে ছাড়বো
হৃদয়ে হুঙ্কার দিয়ে কেপে উঠে প্রতিটি ক্ষণে।
তর্জনীর সেই ইশারা যায় না ভুলতে পারা
সাথে পাশে ছিল সাড়ে সাত কোটি সর্বহারা।
আর যদি একটা গুলি চলে
সাহসী বলা আর কে বলে,
জীবন বাজি রেখে যুদ্ধের প্রেরণা সে ইশারা।
বিজয় এলো স্বাধীন হলো বাংলার কোটি প্রাণ
উল্লাসে মাতে ফুর্তির সাথে গায় দেশের গান।
এই আনন্দ গানের ছন্দ
যুদ্ধের দ্বন্দ্ব হলো নিস্পন্দ,
মুক্তিযোদ্ধারা প্রাণের দানে রেখে গেলো সম্মান।
বিশ্ব সংসারে স্বর্ণ অক্ষরে খোদাই করা নাম
দিয়েছে প্রাণ রেখেছে মান খুঁজে নাই আরাম।
মহত্ত্বে ওরা বিশ্বের সেরা
হৃদয়ে ঘেরা পাঁজর চেরা,
বিদগ্ধ মনে তৃষিত প্রাণে নিয়েছিল উদ্দাম।
শহীদ ওরা হৃদয়ের তারা বাংলার সন্তান
জীবন দিয়ে মহিমা নিয়ে দেশটির কাপ্তান।
শত্রুর বাধা তোমরা যোদ্ধা
করেছ সমাধা বিনম্র শ্রদ্ধা,
বিজয় মাল্যে স্মৃতি ঔজ্জ্বল্যে বাংলার সুলতান।