ধড়ফড় করে বুক ঘন কালো রাতে
কড় কড় করে মেঘ তাল দেয় তাতে।
ঝড় উঠে এলো বুঝি ভয় ভয় করে
গরিবের চালা ঘর ভেঙে যদি মরে।
আশেপাশে গাছগুলো ভেঙে যাবে পড়ে
আজ মনে জোর নাই মরে বুঝি ঝড়ে।
সেবারের ঝড়ে পড়ে ভেঙেছিল হাত
আজকের ঝড় যেন হবে সারারাত।
পাড়া জুড়ে কাঁচা ঘর টিকে থাকা দায়
আজ রাতে যদি খুব জোরে ঝড় হয়!
পাড়াময় জুড়ে সবে বিপদে পড়বে
চাল চুলো উড়ে গেলে কিভাবে চলবে।
ঘুম নেই চালা ঘরে করে বড় ডর
উড়ে যাবে বুঝি তার ছোট চালা ঘর।
কচমচ করে যেন ভেঙে যায় বুক
দড়ি ছিঁড়ে ঘর ভেঙে, উড়ে যাবে সুখ।
ছেলেপুলে নিয়ে এই অভাবী সংসার
ঘর যদি ঝড়ে পড়ে কি-বা রবে আর।
চালা ঘরে বসে দেখা আশা ছিল কত
ফলমূলে দূর হবে দুঃখ কষ্ট যত।
ঝড়ো হাওয়ার সাথে মনে ঝড় উঠে
যত আশা ছিল সব যায় যেন টুটে।
বিধাতার করুণার দিকে চেয়ে থাকে
এ যাত্রায় বেঁচে যাক মনে মনে ডাকে।