গরিবের কষ্ট এমনি অদৃষ্ট দূর হয়না দৈন্য
সহসা সচেষ্ট নহে তো ভ্রষ্ট স্বচ্ছলতার জন্য।
মুখ বুজে সহ্য করে সব
জীবনের এই পরাভব,
কম্পন বিহীন চীর্ণ পরাধীন বিত্তবানের পন্য
আপন বর্তন ছেদন কর্তন পায় যদি কার্পণ্য।
নিভৃতে রোদন খুঁজে প্রণদন পরিবার পরিজন
অসহায় চাহন হৃদয়ে মন্থন অবসান আবাহন।
অনাহারী মুখের আদল
দিন শেষে হয় না বদল,
চিত্ত অবিচল মনের কোন্দল চেয়ে দ্যাখে প্রহসন
গরিব মিস্ত্রীর দিবস রাত্রির আর্ত করুণ চাহন।
কপালের লিখন এমনি প্রেক্ষণ আয়ের সমতা চাই
সমাজের বাঁধন কিসের ইন্ধন তদারকে কেহ নাই।
কতকাল চলবে আকাল
পরিশ্রমে সকাল বিকাল,
অসহ্য নাজেহাল জীবন বেসামাল অংকুরে বিচ্যুত
প্রতিবাদী সদা জীবন মর্যাদা হয় না কভু আশ্রুত।