মোর ভাবনার রেশ   মনে  জাগে বেশ
রয়েছে  কোথায়  যেন  তার অবশেষ।
এই  গরীবের  মনে  জাগে ক্ষণে ক্ষণে,
ভাসা-ভাসা স্মৃতিগুলো ভেসে উঠে মনে।

কতো ভালো লাগা ক্ষণ, হৃদয়ে তখন
দুলেছিল  দোলা, আজি সেকথা এখন
ভাবি  শুধু  আনমনে।  উড়েছিল  মন
ভাবনা    বিহীন,  তবু  সেদিন যেমন।
ছিল যা  মনে, তা বলা হয়নি গোপনে
সেই  সু দিনের  ক্ষণে  আপন মননে।

করেছি    তখন   শুধু   সুখ  অনুক্ষণ
সব স্মৃতিগুলো  আজ  করি নিবেদন।
ছিল   সুখময়   দিন,  ভাবনা  বিহীন
অমন   ভাবনা   কভু  হয়না   মলিন।
ভেসেছি ডানায় কতো জানা অজানায়
মুক্ত  বিহঙ্গের  ন্যায়,  নিজ ভাবনায়।

মোর ভুল করা ভুল  হয়ে যাক ফুল
আমি দিয়েছি প্রতুল  ভুলের  মাশুল।
তবু পর্দার আড়ালে কেন যে দাড়ালে
সেদিনের সেই ভুলে কত কি হারালে।
জানি  হারিয়েছি  কত আপনার জন
হয়েছে  আবার  মোর  কত প্রিয়জন।

মনের  মতো  চাওয়া   হয়নি  পাওয়া
কতটা  আশ্বাস এই   মনকে  দেওয়া।
মম বিদায়ের বেলা  করে  হেলাফেলা
সেদিনের অবহেলা আজো বয়ে চলা।
কাঁদায় আজি  হৃদয়  কাঁদে  অসহায়
তবু  দূর  হয়  যেন  অশুভ অপায়।  
   #reza ২৮/০৪-২০২১;