প্রেমের শশাঙ্ক হয়ে হৃদয় বন্দরে
     ঝলমলে শতদল আপন অন্দরে,
         আসক্তি ঝলক লাগে
     প্রমত্ত জোয়ার জাগে,
ভাসানো প্রেমের বানে ভাসিছে কন্দরে।

প্রেমের জেল্লায় ভুলে ডুবেছি বাদলে
      অগাধ সুধার তৃপ্তি প্রদীপ্ত আদলে,
         আতশি প্রভায় ভেসে
      পূর্ণতায় হেসে হেসে,
সিক্ত আসক্ত হৃদয় প্রেমের মাদলে।

হৃদ অনুনাদে জাগে ভাটার আতঙ্ক
      শিহরণে শোভা পায় প্রেমের কলঙ্ক,
         বিরহের মালা গলে
      চাতকেরা কথা বলে,
প্রজ্বলিত প্রাণ খুঁজে প্রেমের পদাঙ্ক।

ব্যাকুল হয়েছি, প্রেম উত্তপ্ত অনলে
      চৈতন্য বিলুপ্ত প্রায় প্রেমের কবলে,
         আস্থাহীন মন বলে
      জ্বলে পুড়ে আস্তাবলে,
ছারখার হই যেন আসক্ত ছোবলে।

হৃদয়ের মাঝে রেখে হতে চাই তৃপ্ত
      থেকো সদা সব কাজে জ্বলন্ত প্রদীপ্ত,
         আমার প্রেরণা তুমি
      হৃদয়ের তপ্ত ভুমি,
প্রাপ্তি যোগে যেন হয় সারাক্ষণ দৃপ্ত।

ক্ষণকালের আবেশে মন সন্নিবেশ
      মুছে দিও তুমি সব দুঃখ কষ্ট ক্লেশ,
         কিছু দূরে থাকা ক্ষণ
      ভরে দিও প্রাণ মন,
রাখতে চাইনা মনে বিরহের লেশ।

পলকে ঝলকে উঠা বিরহ বেদন
      অধিষ্ঠানে তৃপ্ত মনে রুধিব রোদন,
         প্রেমের চারণ ভূমি
      হৃদয়ে চরণ চুমি,
অনুকূলে থেকে, দিও কিছু প্রণোদন।

বিরহের সুধা রসে ঢেকে রেখে পাশে
      কাছে থেকে দূরে তুমি অব্যক্ত প্রয়াসে,
         মনের মুকুরে ভেসে
      অবিরত ভালোবেসে,
সুধায় ক্ষুধার তৃপ্তি প্রেমের সকাশে।

প্রেমের আবলি নিয়ে কুলায় যখন
      বাউল হৃদয় খুঁজে তোমায় তখন,
         প্রাণ মন শুধু চায়
      দিশেহারা বসুধায়,
আতঙ্কে তাকিয়ে থাকা ভাগ্যের লিখন।

প্রেমময় মধুরতা মাখানো আবেশ
      আপনার মাঝে যেন গুপ্ত অনুপ্রবেশ,
         দেয়া নেয়া নয় কিছু
      সময় নিয়েছে পিছু,
তৃপ্ত দীপ্ত সুরভিত সুপ্ত পরিবেশ।