ছোট খাটো জীবনের কিছুটা সময়
ভালোবেসে পার করে দিতে মন চায়
শত শত হৃদয়ের অদেখা পর্দায়
উঁকি দিয়ে কানে কানে যেন বলে যায়
বিরহের কুহু তানে কেন যে কাঁদায়।
পাহাড়ের বুক চিরে ঝরে যায় ঝর্ণা
দেখে কভু ভাবিনি তো সেও এক কান্না
ভেসে এসে মেঘ দেয় বৃষ্টির দোলনা
ভালোবাসা কেন হবে ভানের ছলনা।
দেখে যারে মনে হয় কাছের মানুষ
শঠতার বেড়াজালে নেই তার হুস
ক্রূরমতি মিথ্যাচারে অদম্য সাহস।
দহলিজে বসে ভাবি এহেন পতন
মানবতা নীতিকথা বুঝে না মনন।
দূর হতে ছুটে আসা সাগরের ঢেউ
মনের তরঙ্গ দোলা বুঝে নাতো কেউ।
আকাশের বুক চিরে মেঘ ভেসে যায়
তবুও সদাই তারা মিলে মিশে রয়
চুপিসারে অভিসারে দিগন্তে হারায়।
আনমনে দেখি বসে প্রকৃতির হাল
মিলেমিশে একাকার একি হাল চাল
যত্ন আত্তি নাহি লাগে সকাল বিকাল
যুগ যুগ ধরে তারা রয়েছে বহাল।
ভালোভাবে চলে ফিরে শিখে নেই মোরা
প্রকৃতির থেকে নিবো শিখে চলাফেরা
ঝড় জ্বলে ক্ষত হয়ে গড়ে উঠে তারা
পাহাড়ের দানে আসে স্ফটিক ফোয়ারা
কেন আজো বুঝি নাই আমরা বেচারা।