ডালে বসে কাক ডাকে বিরক্ত হতে হয়
কতটুকু দোষ তার
খর্খরে স্বর যার
ডাকাডাকি কারবার
বিপদের সংকেত আগে ভাগে দিয়ে যায়
ভালো কোন প্রশংসা কাকটি তো নাহি পায়।
বউ কথা কও ডেকে যায় মিষ্টি গলায়
কথা শুনি ময়নার
করে নাতো অনাচার
বন্দিদশা পাখিটার,
বাঁধা নেই পাখিদের উড়ে উড়ে চলায়
কিচির মিচির চেঁচামেচি মুক্ত বলায়।
চড়ুই শালিক টিয়ে কাকাতুয়া ময়না
ডেকে ডেকে কিছু বলে
নিজেদের মতো চলে
খাঁচা বন্দি হয় ছলে,
পাখিদের সবকিছু জানা কভু হয় না
ডাকাডাকি কত কথা রয়ে যায় অজানা।
পাখির ডাকের বাহার নহে ভুলিবার
ময়ূরের ডাক শুনে
বরষার দিন গুনে
কি-যে ভাবি আনমনে
কত পাখি করে যায় সর্বদা উপকার
কিছু পাখি হয় তবু আমাদের খাবার।