মোক্ষম ক্রিয়ার কত নরাধম শঠ
নিজ বলে অধিষ্ঠিত সন্ন্যাসীর মঠ।
প্রার্থনায় পুলকিত শিষ্যগণ সবে
প্রসাদের সিংহ ভাগ আপনার রবে।
নিবিষ্ট চিত্তে প্রার্থনা যেন ঈশ্বরের
মুগ্ধ সকলেই প্রাপ্তি সবই নিজের।
দিনশেষে বেহিসাবী অঢেল ঐশ্বর্য
অর্থগৃধ্নু লোভী চিত্তে ঘৃণিত মাধুর্য।
প্রতিপত্তি অর্জনের প্রধান সোপান
সংগ্রহশালায় ঢের অর্থের যোগান।
প্রবঞ্চনা শঠতার তৃপ্তিময় দৃষ্টি
ভোগ, রমণ, গমনে অপরূপ সৃষ্টি।
ধার্ষ্টামি নষ্টামি ধূর্ত কপট পাচক
সুনামের মালা গলে সমাজ সেবক।
অনুচিন্তনে দেখিয়া আপন দর্পণ
একান্ত নিভৃতে জাগে বিস্ময়ে কম্পন।
#reza ০৫/০৪-২০১৯,