কি যেন মানিক খুঁজি সৃষ্টির ভিতরে
অমূল্য রতন কিছু আছে অগোচরে।
ভাবিনি তেমন করে অতল গভীরে
ফলাফল পেয়ে যাব নিশ্চিত অচিরে।
আপনার কর্মকান্ডে হইনি সন্তুষ্ট
অন্যের কুকর্মে হতে চাই পরিতুষ্ট।
অধর্ম বিবর্ণ কাজে সর্বদা আকৃষ্ট
বুঝিনি কখন হয়ে গিয়েছি নিকৃষ্ট।
ভাঙাচোরা জীবনের অকূল পাথার
ভুল পথে চলমান বিস্তৃতি বিথার।
স্পষ্ট প্রতিভাত হয় কলঙ্ক অঙ্গার
হয়ে আছি যেন এক ঘৃণ্য কুলাঙ্গার।
ধর্মের নামে গর্হিত কর্মে আত্মহারা
শত অশ্রাব্য অশ্লীল নিজ কর্ম ধারা।
আপন চিত্তে অস্তিত্বে হয়েছি গো-হারা
প্রতিবিম্বে দেখি নাই আপন চেহারা।