অন্তরের দেখা

উন্মুক্ত নজরে যাহা দেখিবার নয়
উৎসুক হয়ে তাহা দেখিলে কি হয়!
নয়ন মুদিয়া যদি কভু যায় দেখা
দেখে নিয়ে সেথা থেকে যায় মনে রাখা।

অন্তরের চোখে যদি দেখাশোনা হয়
সেখানে পুঁজিতে তাঁকে বারণ কোথায়।
দেখিবে না কেহ কভূ উলঙ্গ নয়নে
সাধনায় দেখে বুঝি অন্তরে গোপনে।

চোখের বাধা প্রতুল হয়ে যায়  ভুল
মনের গভীরে দেখা নেই কোন কুল।
মন মাঝে দেখে রাখি হারিয়ে অন্তরে
কূলকিনারা বিহীন দেখিব কি করে।

আলোকিত করে যেন দেখিবারে পাই
হৃদয়ের অন্ধকার দূর করা চাই।
প্রিয় হয়ে থাক শুধু মনের গোপনে
অহর্নিশ দেখে রাখি শয়নে স্বপনে।

অন্তর নয়নে যদি দেখিবার পাই
সে দেখার কোন কুল কিনারা নাই।
নয়নে দেখিয়া যার হয় না যাচাই
অন্তরে দেখিয়া এই জীবন কাটাই।