বতর
চাতালে ধানের আঁটি চাষাবাদ হয়নি মাটি
বতরের খাটা খাটি ফলন ফলেছে চারটি।
মাঠ ভরা পাকা ধান প্রফুল্ল কৃষকের প্রাণ
ফলনের প্রতিদান খেয়ে পরে বাঁচবে জান।
এমন দিনের আশে বিগত কয়েকটি মাসে
খেটেছে ঊর্ধ্ব নিঃশ্বাসে খুশি মন দিনের শেষে।
অনাহারে কতদিন ক্ষুধা কষ্টে হয়েছে লীন
দেহটি হয়েছে ক্ষীণ বয়সে হয়নি প্রবীণ।
আনন্দ আহ্লাদে সবে কয়েকদিন পার হবে
পল্লী গ্রামের স্বভাবে আত্মীয় কুটুমেরা রবে।
পিঠা পুলি আয়োজন বেঁচে থাকার প্রয়োজন
আপ্যায়নে খোলা মন সকলেই আপনজন।
আঙিনায় আলো দেখে সুখস্বপ্ন দেখতে শেখে
অতীতের কষ্ট রেখে সুখ তৃপ্তি নিয়েছে মেখে।
সুখের দিন কয়টি অনাহারে হবে না মাটি
দানা জুটবে চারটি তৃপ্তির এই খাটা খাটি।
গৃহস্থের মনে আশা সকলের এ ভালোবাসা
দুঃখ দুর্গতি দুর্দশা পার হয়ে পেয়েছে দিশা।
সারবে ঘরের চালা ভরে যাবে ধানের গোলা
নহে আর অবহেলা সুখ স্বপ্ন দেখে নিরালা।
#reza ৬/১২-২০২০