ছিড়লো বুঝি দেখছি আজি জীবন নায়ের পাল
ভেঙেছে মোর মনের জোর আলগোছে ধরা হাল।
সাথের মাঝি হয়না রাজি একই নায়ে ভাসতে
দুর্বল দেখে আমায় রেখে যায় হাসতে হাসতে।
চলনে ছল রথ অচল সারথী পেয়েছে ভয়
কঠিন পথে আমার সাথে সম্মত হবার নয়।
দিনের শেষে বলবে এসে নিজের পথটি দেখো
কেমনে বলি দুর্দশা গুলি সমীপে আমায় রেখো।
অসাড় দেহে জীবন মোহে হিসাব রাখিনি তার
শেষ সময়ে মত জানায়ে হবে কি-লাভ আমার।
ভাবনা শত জীবনে কত অতীতে দেখিনি ভেবে
দুর্দশা মোর অন্ধ অন্তর সান্নিদ্ধ কিভাবে দেবে।
দুনিয়া হেথা জীবন কোথা কে রাখে তার খবর
জানবো নাতো কোনো কিছুই কোথায় হবে কবর।
ক্ষমার দোরে রাখিও মোরে মিনতি তোমার কাছে
জানে পরাণ সারা জাহান তোমার দয়াতে আছে।