প্রেমিকের প্রসারিত বাহু ডোর ঘিরে
প্রেমময় ভেজা মন মোহনার তীরে।
জড়িয়ে ছড়িয়ে রহে তৃষিত অন্তরে
অহরহ খোঁজাখুঁজি করে ঘুরে ফিরে।
নীরব চলার পথে বাঁধা অবিরত
অঙ্কুরিত প্রেমাগ্নির জ্বালা বহে শত।
প্রেমিকের মন কভু রহে না বিরত
উন্মত্ত আসক্ত প্রেমে সদা জর্জরিত।
ভুবনের ভালোবাসা শান্তির ছোঁয়ায়
আনমনে কাটে যেন কিছুটা সময়।
সুরক্ষিত ততপর প্রাণের মায়ায়
অতৃপ্ত প্রণয়লীলা কুরে কুরে খায়।
অন্তরের উন্মাদনা মিলন সকাশে
উদগ্রীব অভিলাষী,অক্ষম প্রকাশে।
তৃপ্তিময় ঝলকানি ইঙ্গিত আভাসে
বিচ্ছুরিত প্রাণ মন প্রেমের বিকাশে।
প্রেম দ্বারে বাঁধা এই জীবন বেলায়
প্রভাতে কুসুম কলি কতো কি হারায়।
প্রেমাস্পদ পানে যবে হৃদয় বিলায়
নিবৃত চিত্তে মিলন বাসরে মিলায়।