মন যদি হয় নদী ভেসে যায় নিরবধি
তার চলা হয় বলা চলাচল জন্মাবধি।
ভেসে চলে নদী বলে থামা থামি আর নয়
যাব দূরে ঘুরে ঘুরে সাগরের মোহনায়।
মন ছুটে বাঁধা টুটে বাধাহীন ভঙ্গিমায়
ভুল করি আহামরি নিরিবিলি আঙিনায়।
চলমান অভিমানী সাগরে হয়ে বিলীন
ফেলে আসা সর্বনাশা অতীত হয় নিলীন।
বাঁধ ভেঙ্গে মন রাঙে ভাবনা শূন্য দিগন্তে
সব ছেড়ে যায় উড়ে সীমানাহীন সীমান্তে।
সুমুখের পানে ধায় অতীত নাহি জড়ায়
গতিবিধি নিরবধি সাগর সঙ্গমে যায়।
মন যায় অসময় টানাটানি দোটানায়
ভালো-মন্দ কত দ্বন্দ্ব মন মাঝে উথলায়।
ভাঙে ডাঙ্গা রেগে রাঙা ছুটে চলা নদী জল
নেই ক্ষান্তি ভুলে ক্রান্তি অবিশ্রান্ত মনোবল।
ঘেঁটে দেখা তাতে লেখা দহলিজ দস্তাবেজ
নদী চলে নিজ বলে থাকেনি কভু নিস্তেজ।
মন চলে নাহি বলে ভাবনার হবে শেষ
নিজে নিজে শত কাজে শান্তি খুঁজি নির্নিমেষ।
#reza ১৯/১২-২০২০