ঋতুরাজে এসেছিল বাংলার তাজ
জাতির পিতার শুভ জন্মদিন আজ,
স্বর্ণাক্ষরে লেখা আছে তোমার কাজ
ভুলিনি আজো বজ্রকণ্ঠের আওয়াজ।
নিপীড়িত মানুষের পাশে তুমি ছিলে
বজ্র হুঙ্কারে মুক্তির ডাক তুমি দিলে,
জাতির দায়ভারও তুমি নিজে নিলে
শুভ জন্মদিন জানাই সকলে মিলে।
বাংলাদেশের তাজকে শুভ জন্মদিন
তোমার জন্মে পেলাম পবিত্র জমিন,
বাংলাদেশ বেদখলে ছিল এতদিন
খোদা তোমার আত্মার মুক্তি দিন, আমিন।