কবিতায় লেখা কথা পড়বে না জানি
হৃদয়ের কথা সেথা হোক জানাজানি।
আপন অসতর্কতায় দূরে চলে যেয়ে
গিয়েছিলে কুহেলিকায় আচ্ছন্ন হয়ে।
উড়লে মুক্ত আকাশে খোলা ডানা মেলে
কল্পনাবিলাসী সুখ নিয়ে চলে গেলে।
চাকচিক্যে ভেসে ভেসে শেষ করে দিলে
কুহক স্বপ্নে হারিয়ে কূল নাহি পেলে।
ভেবেছিলে পেয়ে গেছ সুখের বাসর
হতভাগা আমি হতে পারিনি দোষর।
তোমার উচ্চাভিলাষী আশা অনুচর
হতে পারিনি হইনি সেথা সহচর।
আড়ম্বরতার মাঝে ছিলে অসহায়
কামনায় ভেসে মেকি সুখের আশায়।
সম্মোহনী প্রতিকূল মরীচিকাময়
অস্তিত্ব হারালে ভান-করা কল্পনায়।
এক্ষণে আর ফেরাতে পারবো না জানি
প্রাচুর্যের জগতের ধুম দীপ্তি মানি।
শেষান্তে নিজেকে নিজে সর্বশান্ত করে
দুর্বিনীত জীবনের কাছে গেলে হেরে।