বিভ্রান্তি লজ্জা শরম
ধৃষ্ট বেহায়া চরম
নিকৃষ্ট, জঘন্য বখিল
চরিত্রে এমন ভাব
ভুবনে সব অভাব
সম্মুখে হয়েছে দাখিল।
দান ধ্যান বন্ধ তাই
অহংকারে জুড়ি নাই
ছিনালি পালিত কৌশল
এমনি ধূর্ত স্বভাব
সর্বদা দেখি অভাব
চাইনি কখনো কুশল।
ফক্কড় স্বভাব নিয়ে
চলেছি মাথা উঁচিয়ে
রাখি নাই মাটিতে চোখ
কারুনের ধন চাই
প্রচেষ্টা শুধু তাহাই
সমাজের হিতৈষী লোক।
রঙিন এমনি দিন
হয়ে যাবে যে মলিন
ভাবিনি প্রতুলতা থেকে
জীবনের প্রতি পাতা
পরিপূর্ণ বিষন্নতা
মনের মাঝে উঠে ডেকে।
জীবনের চিত্রকলা
আহামরি চলা বলা
কোথায় সব পড়ে রবে
সবকিছু ছেড়েছুড়ে
কঠিন অনলে পুড়ে
একদিন তো যেতে হবে।
যতদিন আছি হেথা
ভাবিনি চলেছি কোথা
অহরহ তল্লাশি সুখ
চিত্ত বিচলিত সদা
বুঝি না কর্ম মর্যাদা
দর্পণে দেখে রাখি মুখ।