দেখি বসে আলোকে
প্রেমময় ঝলকে
প্রকৃতির ভালোবাসা হৃদয়ে জড়িয়ে,
চেয়ে প্রতি পলকে
বাস করা গোলোকে
আলো ছায়া দিয়ে যায় মাধুরী ছড়িয়ে।
চলমান জীবনে
অবিরত ধাবনে
ছোটাছুটি নিয়ে থেকে সহসা নিরত,
কিছু অনুধাবনে
তারি অবলম্বনে
ব্যতিব্যস্ততায় পার হয় অবিরত।
শিশিরে যায় ভিজে
জীবন দহলিজে
পার হয়ে আসা কত অমূল্য সময়,
নিরবে নিজে নিজে
বিস্ময় ভরা লাজে
নিয়মের মাঝে চলা বিস্মিত বিস্ময়।
জীবন চক্রে ঘুরে
প্রাপণ বহুদূরে
অতৃপ্ত ভোগের বাসা বেঁধেছে অন্তরে,
চাওয়া সেই শূরে
পারেনি যা অসুরে
ভোগ বিলাসিতা টুকরো টুকরো করে।
তেমনি আয়োজন
যতটা প্রয়োজন
সীমিত চাওয়া নিয়ে খুশি থাকা মন,
প্রকৃতিটা যেমন
বলা নিষ্প্রয়োজন
সমতা বজায় রেখে চলে সারাক্ষণ।