নয়নে নয়ন ছুঁয়ে অন্তরে ভাবনা
হৃদয়ে হৃদয় রাখা হয়তো যাবে না।
গতরে গতর ছোঁয়া যবে কভু যায়
মনের সন্তুষ্টি সেথা কেবা খুঁজে পায়।
মনের নজর দিয়ে মনটাকে বুঝা
মনের সাথে মনের অহরহ জুঝা।
মন দিয়ে মন যবে বুঝে নেয়া যায়
মনের ভিতর মন আপোষে হারায়।
মুদিয়া নয়ন দুটি অধরে অধর
মনের ভাবনা সেথা মনের কদর।
অর্পণ করে আপন অন্তর সাদরে
নিবিড় নৈকট্য ভালোবাসার চাদরে।
হারিয়ে মনের মাঝে শান্তির আভাস
অর্পনে অর্জন প্রেম মাধুর্যে আশ্বাস।
শ্লীলতা সৌজন্যে সিক্ত প্রেমের বলয়
আত্মসমর্পণে স্ফীত মনের আলয়।
জীবনের দোলাচলে ভুল কিছু হলে
প্রেমের মাধুরী মেখে শুধরিয়ে চলে।
সুখের নাগাল কিছু দুনিয়ায় মেলে
তৃপ্তিতে হৃষ্ট হৃদয় এমনি আদলে।
~~~~ ~~~~