লহরীর কুলু কুলু
নায়ে মাঝি ঢুলু ঢুলু
অবসাদ পিছুটানে মরছি
তটিনীর আবাহনে
সুখ জাগে মনে প্রাণে
ভাসমান প্রকৃতিতে ঘুরছি।
প্রেরণার নায়ে ভেসে
আশা নিয়ে ভালোবেসে
জ্বলে থাক জীবনের দীপক
দীপনের বিকিরণ
জ্ঞানালোকে বিচরণ
খোঁজাখুঁজি চারিদিকে ব্যাপক।
হিসাব মিলাতে যেয়ে
তরী ভেসে যায় ধেয়ে
মিটমিট করে বাতি জ্বলছে
নয় কেউ দিশেহারা
আলোর মেলায় যারা
প্রদীপ্তির নায়ে ভেসে চলছে।
সেই নায়ে যেতে হবে
মাঝি হাল ধরে রবে
ঘনিয়ে এসেছে দেখি প্রদোষ
কলুষিত এই ভবে
তবু কিছু আশা রবে
সন্তাপিত মন মাঝে সন্তোষ।