চির জনমের মাধুরী মিশিয়ে চেয়েছি
হৃদয় গহীনে নিশ্ছিদ্র মাচান পেতেছি,
মধুমাখা জীবন বেলায়
সুখময়য় প্রেম মেলায়,
অকপটে প্রসারিত বাহু মেলে রয়েছি।
তোমায় রেখেছি হৃদয়ের মনি কোঠায়
প্রেমানলে জ্বলে নিস্তেজ কাঙাল হৃদয়,
জ্বলে পুড়ে অঙ্গার
অন্তর জ্বলে ছারখার,
অহরহ বিচলিত অতৃপ্ত অন্তর কাঁদায়।
অগ্নি বিহীন অঙ্গার অসহ্য জ্বালাময়
উষ্ণ হৃদয় মুখরিত নিবিড় ভালোবাসায়,
স্নিগ্ধ প্রেমের পরশে
প্রেমের মিষ্টি আবেশে,
অব্যক্ত অন্তরঙ্গ নিগূঢ় মন ভাবনায়।
অপেক্ষমাণ সদা নিষ্পলক নিমেষে
হতে চাই প্রিয় তোমায় ভালোবেসে,
যবে দয়া হয়
কাছে নাও আমায়,
ভালোবেসে যাবো প্রিয় অনিঃশেষে।
#reza ২১/৫-২০২১