আসক্তি জড়িয়ে দুহাত বাড়িয়ে
শেষ প্রহরের যাত্রী
অপেক্ষায় আছি হবে তুমি রাজি
প্রার্থনা দিবস রাত্রি।
কালের প্রবাহে অন্তর প্রদাহে
সদা বিচলিত চিত্ত
ভব বসবাসে বুঝে নাহি আসে
আগমনের নিমিত্ত।
মনো মনোরথ বিপরীত পথ
প্রভু তুমি অন্তর্যামী
হয়ে আছি অন্ধ মানিনি নির্বন্ধ
সহসা বিপথগামী।
বিবশ কাঙ্গাল দুষ্কর্মের জাল
আগলিয়ে চিরকাল
হতভাগ্য ভৃত্য আপনার কৃত্য
অবিরত বেসামাল।
দয়ার দিগন্ত অসীম অনন্ত
ভিক্ষা চাহি তব দ্বারে
রিক্তের ওজর অধর্মে জর্জর
পার করো পরপারে।
#reza ৯/৫-২০২১ সুইডেন