দূর থেকে দেখি তারে মলিন চেহারা
বসে আছে কালো মুখে হয়ে দিশেহারা
আদলটা হয়ে আছে আজ একহারা
বিষাদময়তা ঘিরে বিষণ্ণ চেহারা।
পৃথিবী বিমুখ হয়ে ছাপ ফেলা মুখ
লুকিয়েছে জীবনের সবটুকু সুখ
অজানা কোন কারণে হয়েছে বিমুখ
জানার আগ্রহ নিয়ে অনেকে উন্মুখ।
খুলে রাখা দুটো চোখে পড়ে না পলক
ঝলমলে আলো তবু দেখে না ঝলক
জীবন বসন্ত নীড়ে নাজুক সময়
ধরণী বিমুখ তার পায় না অভয়।
ছিঁড়ে গেছে সব সুতা চলার পথের
অবলম্বন হারানো জীবন রথের।
ভাবনার পালকিতে আঁধারের বাস
অসময়ে হয়ে গেল তার সর্বনাশ।
পরিজন কোথা আছে জানা নেই তার
অসহায় চোখ দুটো অকুল অপার।
সোনার টুকরো এই দেশের সম্পদ
অসহায় অকারণে নহে নিরাপদ।