এবেলায় দেখা ওবেলার ছবি
অনাহারে রাত কাটবে
এই যদি হয় কাজের নমুনা
খালি পেটে কত খাটবে।
খেটে খুটে মরে দিন পার করে
রাত বাড়লে যত কষ্ট
বুঝে ধীরে ধীরে এতো ঘুরে ফিরে
শরীর হয়ে যায় নষ্ট।
পরিবার আজ করে কোনো কাজ
কে রাখবে তার খবর
চোখের উপর ধুধু বালুচর
চোখে ভাসে শুধু কবর।
জোড়া তালি দিয়ে জীবন চালিয়ে
আর কিছু বুঝে না মন
একটাই লক্ষ্য ভাগ্যের কটাক্ষ
দুটো দানা খাবে কখন।
আনায় দানায় সম্পর্ক মানায়
আয় করে নাই উপরি
নিজের বলতে আছে শুধু তার
ছোট একখানি খুপরি।
পাকা ঘরে বসে আরামে আয়েশে
উপরি আয় যার চাই
খাটিয়ে গতর রোদের ভেতর
এক পয়সা বেশি নাই।
পাকা ঘরেতে পা ভুলেও দেয় না
দিতে হয় সেথা খরচা
পাস করে আসা অফিসার খাসা
করছেন উপরি চর্চা।
বেতন বোনাস অনায়াসে আসে
ইনক্রিমেন্টে সমাদর
গতর খাটানো কুলি মজুরের
কোনখানে নেই কদর।
জানে অধিষ্ঠাতা অবসর ভাতা
হবে না তার কোনদিন
হবে কাজে যেতে প্রতিটি মুহূর্তে
হোক না বৃদ্ধ অর্বাচীন।
যেভাবেই দ্যাখো শুধু জেনে রাখো
ঘামে ঝরা গতর কাঁদে
সব বুঝে শুনে নিয়েছে মানিয়ে
পড়েছে জীবনের ফাঁদে।